বল তুমি কি করে মানুষ হবে?
    জন্মেছিলাম মানুষ হয়ে,
বাস করেছি অমানুষের সংগে
   তাই অমানুষ হয়েছি ভবমাঝে।


যারা মানুষকে জানোয়ারের নামে-
    ব্যঙ্গ করে ডাকছে অহরহো,
তাই বলে কি জানোয়ার হয়েছে?
    মানুষগুলো অমানুষের মাঝে।


কে জানোয়ার কেই বা মানুষ-
    বল চিনবো কেমন করে,
মানুষেরা পাইলে আদর কদর
    উঠে গিয়ে বসে মানুষের মাথে।


নিজের স্বার্থ -সর্বনাস  ত্যাগ করিয়া-
    অপরের উপকারে থাকি ব্যস্ত,
সেই মানুষেরা সুযোগ পেলেই
    আমাকে করে কত হেস্তনস্ত।