অনাহারীর কান্না
এম,এ,সালাম
০৬-০৮-১৯


দেশের আনাছে কানাছে-
    কম বেশী অনাহারী আছে,
কোন রকম খেয়ে না খেয়ে,
     ওদের জীবন বাঁচে।


আজকে মাগো পাশের বাড়ী-
      দেখি, হয়নি কিছু রান্না,
খেলতে গিয়ে শুনতে পেলাম,
      শিশু অনাহারীর কান্না।


সারাটা দিন না খেয়ে ওরা-
    ক্ষুধার জ্বালায় মরে,
পেটপুড়ে খাবার মত কিছু
    নেই যে ওদের ঘরে।


আমরা যে মা খেয়ে দেয়ে-
   অনেক অনেক আছি সুখে,
দাও না মা গো খাবার টা আজ
    ওই অনাহারীর মুখে।


হাবিব বলছে ভাতের পানি-
     খেয়েছি গতকাল সকালে,
পান্তার পানি এনেছিল মায়,
     খেয়েছি যা ছিল কপালে ।


ছোট্ট বাবু বলছে মাগো-
     ক্ষুধায় চেউ চেউ করে পেট,
না খাওয়া সব মুখের দিকে,
    তাকাতে কষ্ট লাগে বেশ।


আজকের খাবার না খেয়ে মা-
      ওদের দিয়ে আসি,
খেয়ে দেয়ে দোয়া করবেন,
      আল্লাহ হবেন খুশী।।


যদি সম্ভব হয়, কোরবানীর গোস্ত দিয়ে গরিবদের এক বেলা খাওয়াবেন।