অনলাইনে চাই মানি(১৯৫০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-১১-২০২২
==================            
নগদ ক্যাশে খুব ঝামেলা
অন লাইনে চাই টাকা,
গোনাগূনির ঝৈ ঝামেলা
অনিরাপদ ঘরে রাখা।


কাগজের নোট নোংরা ছেঁড়া
ব্যাংক বলে পালটে দাও,
হাজার, লাখ,কোটি গুনতে
দীর্ঘ সময় যাচ্ছে ফাও।


নগদ টাকা পকেট বহন করে
জীবনের নিরাপদ নাই,
অন লাইনে মোবাইল সিমে
টাকা রাখলে শত্রু নাই।


টাকা চাই তাই ভার্চ্যুয়ালে
নগদ ক্যাশ নাই তুলে,
সহজ পন্থায় নিরাপদ থাকে
কঠিনতর পথ ভুলে।