অনিহা
    এম এ সালাম
      ২১-০১-২০


শিক্ষার্থীদের মন নেই এখন-
   অনিহা ক্লাস করার প্রতি,
আস্তে আস্তে ধ্বসে পড়ছে
   ওই ক্লাস করার গতি।


টিসিং দিলে মন থাকে না-
   স্যারে কি যে পড়ায়,
পড়ার প্রতি অনিহা কেন?
   বিবেকটাকে নাড়ায়।


ক্লাসে আসে প্রতিদিনই-
    অনুপস্থিত নেই,
ক্লাসে ওরা অমনোযোগী
লেখাপড়ায় যেই সেই।


বেত দিলে আইনের প্রতি-
    শ্রদ্ধার যোগান দিয়ে,
অভিবাবক এসে শিক্ষকদের
    যান অসম্মনে দাবিয়ে।


ওরা বাড়িতে না পড়িলেও-
    পরীক্ষায় পাশ করে,
অলস সময় নষ্ট  করে
   এদিক সেদিক ঘুরে।


পি এস সির অভিজ্ঞতা নিয়ে-
  ভবিষ্যৎ লিখাপড়া করে,
জে এস সিতে ওই অভিজ্ঞতাটাই
    কাজে লাগাতে পারে।