অনুগত (১৮৭৪)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
২১-০৮-২০২২
=======================
পিতা-মাতার সেবা করা
আলোকোজ্জ্বল হবে ধরা,
তাদের স্নেহ দোয়া নিয়ে
আদর্শবান  মানুষ  হবো,
সমাজ সেবায় বেঁচে রবো
তাহাদের ভালোবাসা দিয়ে।


শৈশবেতে লালন পালন
পড়ালেখা ভরণপোষণ,
সন্তানের মানুষ করা
মনের কোনে স্বপ্ন জাগে,
আনন্দ সব ভালো কাজে
সুখের জীবন গড়া।


কষ্ট ক্লেথ  মোদের জন্য
পেরেশানিতে  হয়ে হন্য,
দুঃখেই জীবন অতিষ্ঠ
চাওয়া পাওয়া হয়তো নিত্য
আনন্দে ফুর্তিতে ভরে চিত্ত,
ভুলে যাই সকল কষ্ট।


সু-মানুষ যেনো হতে পারি
খারাপিটা সব ছাড়ি,
করবো তাদের শ্রদ্ধা ভক্তি
দোয়া করবে প্রাণ খুলে,
মনের কষ্ট সব যাবে ভুলে
আসবে অসীম শক্তি।