অনুকাব্য- কবিতা প্রেমি
                এম এ সালাম
                      ১৯-০৮-১৯


আমি কবিতার জগতে যখনই যাই-
ঘুম আর খাওয়া সবই ভুলে যাই।
আবেগ,ভাবাবেগ দিয়ে দু,চোখ বুলাই-
আকাশে বাতাসে কিছু কিছু খুজে পাই।
খাতা কলম নিয়ে যখন লিখতে বসি-
পাই সুরে আর ছন্দে কত যে হাসি।
ওই ছন্দ আর ভাষা দিয়ে মনকে বুঝাই-
তবুও অতৃপ্ত মন অতৃপ্তই রয়ে যায়।