অনুকাব্য- লোভ
          এম এ সালাম
                ০১-০৪-২০
১. অমিল
"বোকা বলে মনোগাঙ্গে ভাসছে না-
      বপুটা খাই খাই ব্যস্ততা,
হারিয়ে যাচ্ছে আমা হতে ঈস্পা
    স্কেলে অভিলাষ শুন্যের কোটায়।


২.মিল
পেটুকের পেট ভরে না,সব খেতে চায়
বস্তায় খায় চাল আর, খাঁটে খায় তেল
এমন সেবকের ছড়াছড়ি সদা মুখে বলে
বদনাম ঝাহা ভরে মাথায় নিয়ে চলে।