অনুকাব্য-সমাজের কীট
        এম,এ,সালাম
          ২২-০৪-২০


১.  অশালীন
ওরা অশালীন আচরণ করে-
    সমাজ সভ্যতা নষ্ট করে,
নিজের আমিত্বকে বড় দর্শিয়ে
    সমাজে বাক বিতান্ডা বাঁধে।


  ২. বিনয়
বিনয় ও ভদ্রতার নাম গন্ধ
   নেই যে ওদের দেহে,
ওরা মিথ্যা দিয়ে সত্যতাকে
  হায়! দেয় যে  টপকিয়ে।