একটি তর্জনী দেখালে কেহ-
      তাকে দেখায় যে তিনটি,
না বুঝিয়া তর্ক করে ভাই
      অযথা নষ্ট কর কেন দিনটি?


অপরের চোখে ময়লা দেখো-
    নিজের চোখটা দেখ ভাল,
হাজারো সুন্দরের মাঝে তুমি
   কেন সবই দেখেছো  কাল?


কাটা দিয়ে কাটা তোলা ভাই-
      সবাই তো পারে না,
ভাল কাজ দিয়ে মন্দকে জয়
    হায়রে পারে কয়জনা।


গোলাপ ফুল গাছেই সুন্দর-
    ছিঁড়তে গেলেই কাটা,
রূপের নেশায় প্রেম পিরিতি
    ছুঁতে গেলেই খেতে হয় ঝাটা।


সারা জীবনে একটাই মন-
     হোক না তার ভাগাভাগী,
প্রেম ভালবাসায় ছুঁই ছুতায়
    শুনতে হয় রাগারাগি।


দুই দিনের এই দুনিয়াতে-
     রুপ নিয়ে কেন কর অহংকার?
মরে গেলে সবই পড়ে থাকবে
    আপন হবে তখন পর।