অপরাধের উৎপত্তি
     এম, এ,সালাম
          ৩০-০৪-২০
------------------------------
যত ক্রাইম ঘটে চলছে
     মাদক তার মূলে,
মাদকের বিরুদ্ধে মুখ খুলিলে
    তাকায় চোঁখ  তুলে।


কিশোর বয়সের ছেলেরা আজ
     আসক্তি হয় বেশী,
টাকার ধান্ধায় মেতে উঠে
     চুরি করে বেশী বেশী।


মাদক সেবিরা নরপশুর মত
    ভেদাভেদ নাহি মানে,
সময় অসময় পর মেয়েদের
     আঁচল ধরিয়া টানে।


টাকা না পেলে ধান্ধা করে
    দেখায় খুন জখমের ভয়,
নিত্য দিনের পুরাণ কিসসা
    দেখি  খবরের পাতায়।


ওদের কাছে মা-বোন নেই
    মাদকে খেয়েছে মাথা,
কাহাকে কি বলিতে হয়
     ওরা জানেনা যথাতথা।


মা-বোনের গহনা চুরি করে
    মাদকের নেশা করে,
অতিষ্ঠ হয়ে এলাকাবাসী
    ধরে থানায় সোপর্দ করে।