অপ্রকাশিত প্রেম (১৯৩৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-১০-২০২২
=======_========
মনের মাঝে বিরাজমান আছো
সাহস হয় নি কভু বলা,
আমি তোমায় ভালোবাসি,বাসছি
ভেবো না পুতুল খেলা ।


হয়তো হয় নি কখনো মুখে বলা
তাতে কি  যায় আসে ?
আমি তোমার ভালো বাসার তরে
থাকবো আমরণ পাশে।


প্রতিজ্ঞা সদা সর্বদা বিপদে আপদে
সতত  চাই তোমার ভালো,
তোমার আলতো ছোঁয়ায় জ্বলে উঠুক
শত হাজার প্রদীপের আলো।


তোমার মিষ্টি সৌরভের  সু-আচরণে
সুশোভিত হোক জীবন,
নীলিমার সাত রঙের রামধনুতে
রাঙা হোক তোমার সু-মন।


ভালো নাই,বা আমায় বুঝলে তুমি
ভালো নাইবা জানলে মন,
বুঝে ও যে কখনো বোঝ না তুমি
পই পই বলা শুধু অকারণ।


দেখ আমার নয়নে জমেছে যেন
কঠিন বিরহ বেদনার হেম,
আমার মননে তালাবদ্ধ থাকুক
আমার অপ্রকাশিত প্রেম।