ওরা বীর সৈনিক
  এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
  ২২-১২-২১
========================
বীর সৈনিকেরা আজ ব্রত নিয়ে
পাহারায় মত্ত থাকে প্রান্তরে,
ওদের জন্য আমরা নিরাপদ আছি
শান্তিতে বাস করি নিজ ঘরে।


রাখালের মত পাহারা দেয় ওরা
আমরা নির্বিঘ্নে করি ঘোরাফেরা,
তাই গর্বে মোদের বুক উঠে ভরে
জীবন বিলায় ত্যাগ সহ্য করে।


অতন্দ্র প্রহরীর মত পাহারায় রত
দেশের প্রতি ওদের ভালবাসা যত।
দিনরাত মানে না রাত জেগে থাকে
খাবার না খেলেও দুঃখ নেই তাতে।


সবাই মিলে সময় মত এক টেবিলে
একসাথে রুটিন মত বসে খায়,
আবার আপন কর্তব্য নেমে পড়ে
নিজ নিজ পোশাক পরে গায়।


ওরা মাসের পর মাস বছর ছেড়েও
পরিবার রেখে কাটায় বহুদূরে,
কয়েক দিনের জন্য ছুটি পেলে
স্ত্রী সন্তানের সাথে বাড়ীতে ঘুরে।


বীর সৈনিকের  জন্য গর্ব মোদের
প্রহরীরা আমাদের ঘরের ছেলে,
আনন্দে দিন কাটানোর সময় শুধু
বাড়িতে বছরে দুবার তিনবার এলে।