ওরা টাকার পিছে
        এম,এ,সালাম
           ১২-০৩-২০


সমাজে কিছু ব্যক্তি আছে-
    কোন কর্ম করে না,
টাকার পিছে ঘুর ঘুর করে,
      ছোট বড় মানে না।


সকাল হলে নেমে পড়ে-
    অধিক রাত্রে বাসায় ফিরে,
সারাদিন শুধু টাকার ধান্ধায়,
     সব  সন্ত্রাসী কর্ম করে।


টাকায় ধান্ধায় আছেন যারা-
     পিতা মাতাও মানে না তারা,
টাকার জন্য রক্তের সম্পর্ক,
           ছিন্ন করেন তারা।


চোঁখে দেখে টাকা আর টাকা-
          মনটা শুধু পয়জনে ঢাকা,
      টাকার লোভে সন্ত্রাসী কাজ,
          ঘটায় লোটায় সর্বদা।


লেখা পড়ায় সমান সমান-
    কথার বেলায় উচ্চ বয়ান,
যা পারে তার চেয়ে যে,
        গল্পে অনেক বেশি।


এরে খামরায় ওড়ে ধরে-
          সন্ত্রাসী কাজ সবই করে,
টাকা পেলেই মাথা ঠান্ডা,
            যেন আগুনের মুখে পানি।


অনেকে আবার নেশার জন্য-
       টাকা পেলেই হয় যে ধন্য,
গাঁজার পোল্ডা গোপনে নিয়ে,
           মজা করে আর খায়।


বলে কি ওড়া,টাকা- টাকা-টাকা,
            কোথায় পাব  টাকা,
    মায়ের কাছে বলে বেড়ায়,
       টাকা দেও নচেৎ যাব ঢাকা।


ঘুমাইলেও স্বপ্নে দেখে-
     চোঁখের কাছে টাকা ভাসে,
স্বপ্নের মাঝে লম্ফ মারে,
     ও তারে ধরব কি করে।