ওরে বোকা বেটা (১৭৮২)
এম,এ,সালাম( সুর ও ছন্দের কবি)
২১-০৫-২০২২
🏎🏎🏎🏎🏎🏎🏎
গণিতে লাগে গোল
যদি হয় রে গুন,
ভাগ হলে এলো মেলো
মরি যে দ্বিগুণ।


জ‍্যামিতে নীতি নাই
ত্রিভুজ অতিভুজ,
ছোট বড় হতে পারে
আমি যে অবুঝ।


ধারা পাতের ধারা
অঙ্কের গুন যত,
রাত জেগে হররোজ
করি পড়ি শত।


গণিতের গুন ভাগ
লাগে বড় ল‍্যাঠা,
ভেবে মরি কে এ সব
গড়ে কোন ব‍্যাটা।


দশমিকের যত গুন
জিরো নাকি ফাঁকি,
স্যারে যত বুঝাই তত
সব থাকে বাকি।