ওরে কাল বৈশাখী
     এম,এ,সালাম
      ০৬-০৫-১৮


শান্ত অঁখিল সন্ধারাতে-
     গগনে তারার মেলা,
চাঁদের আলো মধুর হাসিতে
     হাসছে রাতের বেলা।


গুম গুম রবে ধেয়া ডাকে-
      অধিক রাতের পড়ে,
ভাঙা ব্রেলে তাল বাঁজিয়ে
    ধেয়া সুর লয়ে খেলা করে।


বিদ্যুৎ চমকায়,আকাশ দমকায়-
     অম্বরের নিচ ঝলমল,
ঘাটের মরা চৌকিতে বসিয়া
      কাশি রবে খলখল।


পশ্চিমা বায়ে গরম ঝড়ছে-
     সমীরনে উষ্ণতায় ভরা,
চারিদিকে খড়ার আভাস
      কিন্তু নেই যে কোথাও খড়া।


ঝড় ঝড়িয়ে পাতা পড়ছে-
     বায়ু আসছে ধেয়ে,
ধুলোবালি সব ঝড়োহাওয়ায়
     যাচ্ছে উড়ে উড়ে।


বৃষ্টি ঝড়ছে শিলা পড়ছে-
    গাছ-পালা নেয় উড়ে,
ঘরের চালা বাতাসের বেগে
    নিয়ে যাচ্ছে উড়িয়ে।