ওরে সুখ পাখিটা (১৭৮৫)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৪-০৫-২০২২
🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿
সুখের পিছে ছুটছে সবাই
বলো সুখ পায় কয়জনে,
মরার পূর্বে সুখ আসবে কি?
একথা বিশ্বাস করি কেমনে।


শৈশব যৌবন অলসে কাটাই
কর্ম এসে সুখ না পাই,
ভবো সংসারে ভবো ঘুরে হয়ে
পাগল হয়ে ঘুরে বেড়াই।


সুখ হলো ভাই আল্লাহর দান
যাকে ইচ্ছে তাকে দেন,
তবুও ছুটছি সুখের পিছনে
সুখ যদি হয় সে আপন।


দেহ চলে না মনের ই জোরে
চাই সামান্য সুখ-প্রশান্তি,
এ জীবন বড়ই আজব চমক
লেগে থাকে চরম অশান্তি।


সুখ পাখি যে দেয়  না  ধরা
ধরার জন্য মরিয়া লাগি,
দুঃখ যন্ত্রণা বুকে বেধে যায়
পাব কি বলো সুখ পাখি?