হায়! অশান্তির দাবানল-
     চারি দিকে জ্বলছে,
জনমানব হায়রে হায়!
    কি জানি কি বলছে।


লক্ষ্যহীন ওই ললন্তিকা-
   শুধু অন্তর্দাহে কাপছে,
আলোকহীন শূন্য প্রান্তরে
    ধুকে ধুকে মরছে।


সাই সাই আগুনের-
     লালে লাল শিখাতে,
জ্বলেপুড়ে ছারখার
     ধুমা উড়ে বাতাসে।


মুখে মুখে বলে যায়-
    ক্ষ্বেড় ঢালে সমাজে,
হাসিমাখা রাঙা মুখ
    প্রকাশিল বিরাজে।


অন্তরে জ্বলে কত?
     অনলের শিখাটি,
ধাউ ধাউ জ্বলছে
    অন্তরের ওই সুখটি।