অসহায় দুস্তের ঈদ
       এম,এ,সালাম


ঈদের আনন্দ ঘরে ঘরে-
    দুস্তের ঘরে মানা,
বড় লোকে কিনছে মাগো
   ঈদের নতুন জামা।


গরীব দুঃখী অসহায়ের ঘরে-
    ঈদের আনন্দ নেই,
ধনীরা সকলে ফের নি  খায়
    মাগো আমি কোথায় খাই।


বন্ধু আনু-মিনু বাবার সাথে-
    ঈদের জামা-কাপর কিনে,
মোদের ঈদ হবে মাগো
     নতুন জামা-কাপড় বিনে।


ওই বাড়ির ছোট্ট বাবু-
     নতুন জামা কাপড় পেয়ে,
হেসে খেলে ফুর্তি করে,
    ফেরনি সেমাই খেয়ে।


মোদের ঘরে সেমাই কেনার
     কোন অভিভাবক নেই,
অসহায়,দুস্ত ছেলে মেয়ের
     হায়! কোথাও নেই ঠাই।


লেখা পড়া করে চাকরী নিয়ে-
   মাগো  কিনব নতুন জামা,
তখন তুমি বাবার মত,
    কিনতে করবে মাগো মানা।