অতীত ঐতিহ্য (১৯০৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৯-২০২২
=================
দু,যুগ আগে ঢেঁকির শব্দ
পেতাম কৃষকের বাড়ি,
ধাপুস-ধুপুস ঢেঁকির শব্দে
ধান ভাঙ্গতো যে নারী।


মা-বোনেরা পায়ের তালে
ঢেঁকিতে ধান ভানে,
কাইওল পাশে বসে কেহ
নাড়া দিতো যে ধানে।


মাঝে মাঝে ভাবির সাথে
ঢেঁকিতে পার দিতাম,
নতুন ধানের চিড়া কূটে
মন পুরিয়ে খেতাম।


আইল্লা চাইলের গুড়ি কুটে
মেহমান যদি আসে,
কাঁচি খোচা রুটির পিঠা
ঝোলে পাতিহাঁসের।


এই সকল সব সরল যন্ত্র
নিলো যে সব কেড়ে,
ব্যয়াম ব্যতিত সুখের দেহে
অসুখ আসলো তেড়ে।


সব কিছু ইতিহাসের পাতায়
আর আসবে না ফিরে,
আধুনিক কালে অলসতায়
সবকে ধরেছে ঘিরে।