কোটি কোটি টাকা আছে-
     নিবাস অট্টালিকার পড়ে,
মনে যদি শান্তি না থাকে
     টাওয়ারে সুখ কি দিতে পারে।


পড়ের টাকায় টাওয়ার গড়েছো-
     ব্যাংকে রেখেছো টাকা,
এই টাকাই তোমার শত্রু হবে
      যেতে হতে পারে ঢাকা।


দিবানিশি শুধু ব্যস্ততায় থেকো-
    টাকা কামাবার চিন্তায়,
পড়ের টাকা কামাবার জন্য
    তুমি থাক মহাধান্ধায়।


ঘুমের ঘোরে স্বপ্নে দেখে-
    শুধু টাকা আর টাকা,
খাবারের সময় খেতে পারে না
     ব্যস্ততা একটাই শুধু টাকা।


কুড়ের ঘরে শান্তির ছোঁয়া-
     লেগে থাকে চিরদিন,
আগামীকাল খাবারে চিন্তা
    গরিবেরা করে না কোনদিন।


সুখ যদি খুজে পাও তুমি
     ওই পায়ড়া নদীর পাড়ে,
স্বামী-স্ত্রী মিলে নিবাস গড়িব
     সুখে থাকিব কুড়ের ঘরে।