অভেদ (১৯৫৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-১১-২০২২
==================
তুমি বলতে কোন সে শব্দ?
তুমি আমার আমি,
আমি ছাড়া কে আছে গো?
আমি তোমার স্বামী।


তুমি  অক্ষিপটে  অস্তিত্বহীন
আমিই সর্বে সর্বা,
গননায় আমি ছবিতে আমি
স্বামী ব্যতিত কেবা।


এ যে এক কঠিন মায়ার বাঁধন
নেই অভেদ ছলনা,
তোমার কন্ঠে আমার কথন
তোমার নেই তুলনা।


নিজেই ছক্কার গুটির সরঞ্জাম
প্রতিযোগী দুই দেহ,
দুই প্রদীপের একই জ্যোতি যে
তুমি ছাড়া বোঝে না কেহ।


তুমি আমি দুই দেহের এক মন
এক অন্তে দুই প্রান্ত,
আবার দুই কায়ার দুই প্রান্ত নয়
এক সত্তা এক অনন্ত।


আমি তোমার সকল অনুভুতি
বৈসাদৃশ্য পাপ পূর্ণ,
তোমার চলার পথ যে আমিই
শুধু অস্তিত্বে তুমি শূন্য।