পাপে ছাড়ে না বাপেরে (১৯৬৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-১১-২০২২
==================
রোগ ব্যধি থেকে বেঁচে মরণ
হস্তের পাপ পঙ্কিলের ফলে,
রোগা জীবন যে সুখের নয়
তাই ভাসে দুই অক্ষির জলে।


যুবক বয়সে যে কত খেলছি
লিপ্ত ছিলাম খারাপ কাজে,
শেষ বয়সে যে কাঁদছি বসে
রোগ  হয়েছে আজ বাজে?


বাঁচার সাধ যে ভাঙ্গলো বাসা
আমি পাই না খুঁজে  দিশে,
রোগের অবস্থা যে ভাল নয়
রক্তে মাংস পিন্ডে গেছে মিশে।


হায় রোগে যখন চেপে ধরবে!
বিনা নোটিশে যেতে হবে চলে,
মরণ ব্যধি কঠিন সংবাদটি
কখনো আসে না ভাই বলে।


রোগীর মরণ নিজে ডেকে আনে
রোগী নিজেই তাতে দোষী,
বেদনা বিধুর মনে মরার ক্ষণে,
যতসব বৃথা হিসেব কষি।