পাড়ের নৌকা (১৮৬২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৮-২০২২
_______________
ঘাটে আছে সুন্দর ডিঙি খেয়া তরী-
পাড়াপাড়ে লাগবে না টাকাকড়ি।
পাপ আমলে আছে ভয়ংকর ভয়-
নেক আমলে থাকে আনন্দের জয়।
ভালো কাজে নিবেশ করোরে মন-
সকলে হৃদয়ে মননে রাখোরে পণ।
সহীহ আমলগুলো শুধু সঙ্গে যাবে-
মানুষ,লোক না ঠকালে বেহেস্ত পাবে।
সতত সর্বদা কবরের কথা চিন্তা কর-
নামাজ রোজা খুশু খুজুতে মন ভর।
স্বভাব চরিত্রে সকলের ভালোটা চাই-
মহান আল্লাহ্ ছাড়া কোন উপয় নাই।