পারলে ফিরে আসো
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৪-২২
♿♿♿♿♿♿♿♿♿♿♿♿♿          
ওহে অভিমানী আবেগ নিয়ে ফিরিয়েছো মুখ
আমি অনুতাপে খুঁজি ফির হারানো সে সুখ।
জানি ফিরে আসবে না জীবনে তবু মোহ-মায়া
নিশি-জাগরণে রোজ অনুভবে দেখি প্রতিচ্ছায়া।
হররোজ ভাবনায় প্রতিক্ষণ  আছো তুমি মিশে
সতত ভীষণ যন্ত্রণা এ মন দেহে অযাচিত বিষে। অতীতের ভুলের জন্য বারবার হয়েছি যে নত
এচোখে দেখাতে পারিনা পোড়া হৃদয়ের ক্ষত।
ক্ষমা করো দুনিয়ায় অপরাধ করি এই নিবেদন
তব বিরহের অনলে দহে পুড়েছে এই মনপ্রাণ।
আর নয় আবেগ অভিমান সতত এই কামনায়
সবকিছু মাথাপেতে নিয়েছি সে সমুদয়  দায়।
অনুযুগ অভিযোগ যত করো তবু আসো ফিরে
অভিনন্দন স্বাগত আমার এই স্নেহভরা নীড়ে।