পারলে ঘুরে দাড়াও (২৮৩৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৪-২০২৫
====================
বলুন কে কাকে মারছে লাঠি
ক্ষোভ করে মারছো ঝাঁটা,
তোমার আছে পুলিশ সেপাই
কাঁটা দিয়েই উঠবে কাঁটা।
শাসক নামের অযোগ্য তুমি
কেন স্বৈরাচারের গন্ধ পাই?
আইন শৃঙ্খলার অবনতিতে
শুধু খুন খারাপি ধর্ষণ তাই।
শাসন বিচারে বৈষম্য কেন?
অন্যায়ে তুমি আপোষ কর,
সত্য ন্যায়ের ধার ধারে না
বোকা বানাতে ভিন্নতা ধর।
বুদ্ধি জ্ঞান দাতার অভাব নেই
ভুলে বকছে ঝুড়ি ঝুড়ি,
জাল জালিয়াতি বেজায় পটু
ভবিষ্যতের অর্থ চুরি।
ঘুরে দাঁড়াও তবে কঠিন ভাবে
শক্ত হাতে সকল স্থরে,
আমরা নাগরিক ভাই ভাই
শাসকের মুখোশ ঝরে।