পারলে সম্মান কর
   এম,এ,সালাম
    ২২-০৪-২১


শিক্ষককে শ্রদ্ধা ভক্তি   নাহি তুমি কর
হবে না ভাল মানুষ  হবে না'ক বড়।
পিতামাতা সম-মর্যাদায়  শিক্ষা গুরুজন
সম্মান করিবে সদা  এই কর পণ।
ভুলো নাকো গুরুজনকে  হও যত জ্ঞানী
পদে পদে লাঞ্চনা, হবে অসম্মানী।
শিক্ষকের আশীর্বাদে পাবে তুমি পথটা
জীবনে চলার পথে ঘোচে যেন ঘোর রাতটা।
যারা সফল মানুষ  তারা ছিল শান্তশিষ্ট
কাজের ঘোরে সর্বনাশ  দোষ নয় তো অদৃষ্ট।
শিক্ষকের শিক্ষার ঋণ  হয় নাকি শোধ
গুরুকে অমান্য কর যে  নেই যে তার বোধ।
বড় ডিগ্রি লও না কেন  শিক্ষক কিন্তু বড়
পথেঘাটে সদা সর্বদা   তাকে সম্মান কর।
নিজের সব জ্ঞান বিলিয়ে  তিনি দেন শিক্ষাদান
সমাজে সবার চেয়ে  উচ্চে তাদের স্থান।