পাষান মন
এম,এ,সালাম
২৫-০৮-২০


ছেলে মেয়ে জন্ম দেওয়াই
নাকি পিতা মাতার ভুল,
শেষ বয়সে পিতা মাতাকে নিয়ে
সন্তানেরা ভাগ করে একুল ওকুল।


জন্মের সময় ভাগ ছিল না
বৃদ্ধ বয়সে পিতামাতা হয় ভাগ,
পিতামাতাকে কে খাওয়াইবে
তাই নিয়ে সন্তানদের মাঝে রাগ।


বড় বলে ছোট খাওয়াবে
আমার ছেলে সন্তান বেশি,
ছোট বলে মেজ দাদার আছে
বিষয় সম্পত্তি রাশি রাশি।


প্রতিদিন এই নিয়ে টানা হেচরা
সব ছেলে সন্তানের মাঝে,
বোনেরা বলে তোদের কষ্ট হলে
মা-বাবাকে নিব ভাগের আগে।


সভা বসায় পিতামাতার জন্য
কে খাওয়াবে কখন কাকে?
একমাস করে খাওয়াবে সবাই
সভ্যগন সিদ্ধান্ত দেয় ফাঁকে।


কয়েক মাস খাওয়ানোর পর
বউদের মাঝে ঝগড়া লেগে যায়,
টানা হেচরায় পিতামাতাকে
কোন ছেলে সন্তান নাহি খাওয়ায়।


অবশেষে পিতা মাতার ঠাঁই
ওই সরকারী বৃদ্ধাশ্রমে,
কেঁদে কেঁদে বুক ভাসাইয়া দেয়
দুই মুরব্বি দুই আশ্রামে।