পিদিম জ্বেলে দিও
এম,এ, সালাম
   ৩০_০৫.২০


তোমার মিষ্টি ভাষায় নেমান্তন্ন পেয়ে
ভানুর বর্তিকা মাথায় লয়ে,
হাসি মাখা মুখে সুখের কাসিদ নিয়ে,
ছুটে এসেছি ভালবাসার টানে।
বরণ করে নিও মন,রে তবস্বী সহকারে
আহা! আজি এ গ্রীষ্মের তাপাদাহে,
ললনাস্বাগত জানাওওই উদ্যানে          ভালবাসার পরশ মেখে যত্ন সহকারে।
নিরিবিলিতে সাথীকে নিয়ে বসি গিয়ে
বাগ বাগিচার দুর্বাঘাসে আঁচল পেতে,
কত বাক্যে রচিলাম দু'জন দু'জনাতে,
কোমল কোলে মাথা রেখে কাব্য গেঁথে।
গল্প করিতে অংশুমালী  মোদের ফাঁকি দিয়ে
ফাঁক-ফোকরে চলে গেল সে কবে,
পরিচিত ওই গতিময় আপন রাস্তা ধরে
নিরুপয় হয়ে ফ্যাল ফ্যালিয়ে কি জানি ভাবে,
ক্রমে ঘনিয়ে আঁধার নামে সারা পথ জুড়ে।
পার যদি তুমি প্রদীপ জ্বালিয়ে সম্মুখ পানে চল
যেতে পারিবে তুমি, আমায় একটু বল,
সাহস আছে বুকে প্রদীপ নিয়ে নিশিতে একাকী চলি।
ভারাক্রান্ত চোঁখে আখি মুছে মুছে,
স্বপ্ন জাগানো আশার ছলে, কি জানি কি ভাবি?
একা একা হেতা যাব কেমনে সেথায়
যদি পার,ত্বড়া করে পিদিম জ্বেলে দাও।