পবিত্র শবে ই বরাত
    এম,এ,সালাম
     ৩০-০৩-২১
---------------------
মুসলমানের ধর্ম পালন
শবে বরাতের দিন,
এই রাতে সকল মুসলিম
ভাল কাজের শপথ  নিন।


রাতে প্রভুর সন্তুষ্টির জন্য
নামাজ পড়া হয়,
যা থেকে মানুষের আমলনামায়
সওয়াব লিখা হয়।


গুনা মাফের জন্য দোয়া
করি ভাল কাজ,
অনেকে ইবাদত  করে না
তাদের নেই লাজ।


শবেবরাত আসে মোদের কাছে
খুশির বার্তা  নিয়ে,
এই প্রস্তুতির সমাপ্তি ঘটে
মাহে রমজান  গিয়ে।


শবে বরাতের মূল কাজ
নফল নামাজ পড়া,
এ থেকে আমলনামা য়
সওয়াব ভারী করা।


মুসলমানেরা সারা জীবন
যে গুনা গুলো করে,
নফল নামাজ পড়ার বিনিময়ে
ওই গুনাহ মাফ করে ।


দিন রাতের সকল ব্যস্ততা
সেরে নামাজ পড়ে নিব,
আল্লাহ  তাদের জা- জা দিবেন
পরকালে পেয়ে যাব।