পল্লী বধুর তরে(১৯৩১)sonnet
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-১০-২০২২
*********************
পল্লী বধু মুখে মধু হৃদ মাঝে কষ্ট
দিন কাটে সয়ে তবু নাহি হয় ভ্রষ্ট।
শত কষ্ট থাকে বুকে তবু নাহি কহে
হাসি খুশি কাটে দিন বক্ষে কষ্ট রহে।
পল্লী বধু গায়ে খেটে করে সব কাজ
তবু তার মুখ পানে থাকে শুধু লাজ।
নিজ কাজ নিজে করে ধার নাহি ধারে
অর্থ কষ্ট তবু যেন তারে নাহি ছাড়ে।


পল্লী বধু তরে সদা সবে করো দোয়া
তার চোখ জুড়ে শুধু থাকে যেন মায়া।
শত কষ্টে থাকে যেন ঘর আলো করে
ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে নিজ ঘরে।
সুখ শান্তি যেন রয় তার বারো মাস
প্রভু যেন করে দয়া মিটে তার আশ।