পল্লী নারীর ডাক (১৭৮১)
এম,এ,সালাম,(সুর ও ছন্দের কবি)
২০-০৫-২২
♦♦♦♦♦♦♦♦
শিশির ভেজা নিশি রাতে
তোমায় খুঁজে ফিরি।
কোনো কাজে মন বসেনা
এখন কি যে করি।


এমন করে  ভাবতে  ভাবতে
রাত কেটে হলো ভোর,
শিশির ভেজা কুয়াশার ঘেরা
কাটেনা ভাবনার ঘোর।


হৃদয়ের মাঝে তরঙ্গ বাজে
বাজে কতো রকম সুর,
অচেনা মন ছুটে চলে যায়
ভাবনা হতে বহুদূর।


কোন সে দূরে কাহার ডাক
ওই যে শুনতে পাই,
পরিয়াছো নীল আঁচল শাড়ি
নেচে গেয়ে চলে যাই।


উড়িছে শাড়ির আঁচল খানি
সাত রঙের রঙধনু,
চলিছে হেটে দুলিয়ে দেহ
কোথায় যাচ্ছো মনু।


কি অপরুপ চেহারা তাহার
ডাগর কালো  চোখ,
নাই বা কহিলাম দোষ তার
তার নিতম্ব চিবুক।


ফুটিয়াছে সে ফুলের মতো
কি অপরুপ আঁখি,
চারদিকে গুন ছড়িয়ে যতো
যেন দিও না ফাঁকি।


হবে কি বন্ধুত্ব ভাব করিয়া?
খুঁজে ফিরি আপন মনে,
মধুর আলাপন করিতে চাই
এই শুভ সন্ধিক্ষণে।