পর মানুষে দুঃখ দিলে-
     মেনে নেয়া যায়,
আপন লোকে দুঃখ দিলে
     কষ্ট বেড়ে যায়।


পর কখনো আপন হয়না-
     পরই থেকে যায়,
পানি কাটলে ভাগ হয় না
      পানিই রয়ে যায়।


আপন মানুষে কষ্ট দিলে-
   মেনে নেয়া যায় না,
পর মানুষে দুঃখ দেলেও
    মনে কোনে রয় না।


আপন বলেই এমন কিছু-
   তুমি সতত  কর না,
ঘরের কথা পরের কাছে
   আপন ভেবে বলনা।


বাড়ীর পাশের বুয়ার কাছে-
    ঘরের বউর কথা,
ভাল কথাও  বলতে নেই
     দুঃখ পাবে যথা।