পোড়া অন্তরে ( ১৭৮০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৫-২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
যে  ব্যাথা  আমার অন্তরে,
কেমনে বুঝাই আমি তরে,
যতই বুঝাই বুঝে না সে
আমার পোঁড়া মন তোরে।


স্বপ্ন-বিলাসে বাধিঁলাম ঘর
কেমনে আমায় কর যে পর,
পোড়া মনে আর সারে না
দুঃখের কথা কই কারে।


প্রেমের বাধন এ সংসারে,
আদর সোহাগ কতো করে
পরম সুখের এই বাসরে যে
হারিয়ে গেল যে ধীরে ধীরে ।


স্মরণ করিলে তোর কথা যে
অশ্রু  ঝরে এই অন্তর  জ্বলে,
ছেড়ে গেলি  তুই  এই অকালে
কাঁদলে কি আর আসবে ফিরে ।


তোরে  নিয়ে আজ ভাবি যতো
হায়!স্মৃতি চারন করি  কতো,
ছাঁই-চাপা আগুনের মতো
অন্তরে ফুলকি ঝরে কত?