কেন থেকো প্রবাসে?
   বধু রেখে দেশে,
কাঁদবে তুমি দেশে এসে
     পাগলের বেশে।


প্রতিদিন ফেইসবুকে-
    যত নিউজ দেখি,
তার মধ্য পরকিয়া ই
     প্রবাসী বধুই বেশী।


কত কষ্টে টাকা কামায়-
   সন্তান,বধুর জন্য,
সেই টাকা খরচ করে
    বধু, পরকিয়ার জন্য।


প্রায় প্রবাসীর বধুই কিন্তু-
    শূন্যতায় পড়ে যায়,
শূন্যস্থান পূরণ করে তারা
      শুধু পরকিয়াই চায়।


স্বামীর টাকায় ফুর্তি করে-
     পরকিয়ার ডোরে,
ভেদাভেদ নাহি মানে
    শুধু আবেগের তোড়ে।


টাকা নিয়ে ভেগে যায়-
   অন্যের হাত ধরে,
কার কষ্টে লাগানো ফসল
   কে নেয় গো ঘরে।


ফস্টি নষ্টি করে বেড়ায়-
    থাকে মার্কেটের বাহানায়,
দূর্নাম ছড়িয়ে পরলেও
     বলে যাহা ভাবো তাহা নয়।