পরপাড়ে বসে আছি
         এম এ সালাম
                 ০২/০৪/১৯


দীর্ঘদিনের কাঙখীত স্বপ্ন-
     মিঠবে কি এ ভব মাঝে?
সেই আশাই প্রহর গুনছি
      কোন দিন যে দেখা হবে।


ম্যাসেজ পেয়েছি আপনজনের-
       দেখিবার মনে চায়,
সেই আশাই অপেক্ষা করেছি
      অপরাহ্নের শেষ বেলায়।


সুন্দর ভূমে বসে আছি চেয়ে-
    জমছে মাথার উপরে কালমেঘ,
হৃদয়ের মাঝে উদ্ভিঘ্ন হয়েছে
      হায়! দারুন এক ভাবাবেগ।


প্রিয় মানুষ তুমি প্রহর গুনছো-
       প্রিয় মানুষের জন্য,
সাধ জেগেছে এক নজর দেখিবে
       দর্শিয়ে জীবন করিব ধন্য।


চেয়ে চেয়ে যে চোঁখের কোণা-
        অশ্রুতে ঝাপশা হয়ে গেছে,
কত যে বেলা বসে থাকিব?
      তোমাকে একটু দেখার আসে।


কত যে নিদারুন মুহুর্ত গুলো-
       মন থেকে হারিয়ে গেছে,
সেই স্মৃতি কি ভেসে উঠেনা
        মনের সচ্ছ আয়নায় ভেসে।


বল, আর কত বসে থাকব? -
    অভিলাষী আবেগ মন নিয়ে,
কাল বৈশাখের ঝড়ো হাওয়ায়
    মন যেতে চায় উড়ে।


আশায় আশায় সন্ধা হয়ে গেল-
    চাঁদ উঠেছে পুর্বাকাশে,
অবেলায় এসে সঙ্গ পাব কি?
  সে আশায় কতকাল থাকিব বসে।
    
বড় কষ্ট নিয়ে চলে যাব বলে-
     ধরার মায়া ভাসনা ছেড়ে,
তাড়াতাড়ি করে ভেলায় উঠিব
      গগনে সূর্য উঠার আগে।


ভবমাঝে এই অপেক্ষার প্রহর-
     আমাকে প্রশ্নবিদ্ধ করে,
মনের কোণে ঝড় বহিতেছে
     তোমাকে দেখিবার তরে।