পশুর মনের কথা (১৮৮২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০৮-২০২২
================
সবাই বলে অবুজ পশু
গরু আমার নাম,
ক্ষুধার চোটে হাম্বা ডাকি
করি হালের কাম।


শীতের দিনে মানব গায়ে
জামা থাকে খুব,
তাই দেখিয়া কিছু বললে
মানুষ বলে চুপ।


শীতের রাতে কষ্ট  লাগে
ভেঙ্গে যায় রে মন,
রাতের শেষে দিনের আলো
ভরবে সুখের ক্ষণ।


চিন্তা গুলো সব মিথ্যা হয়ে
দিনের শেষে রাত,
গোয়ালের মাটি ঠান্ডা লাগে
শুবো নাকি  কাত।


চতুষ্পদ একটি অবুঝ পশু
মর্যাদা আমার নাই,
শীতের দিনের  কষ্ট গুলো
বলে দিলাম তাই।