পথ হারিয়ে খুজতে থাকি
      এম,এ,সালাম
       ২৯-০৫-১৮


আজ অজানা পথের চৌমাথায়-
     অপলকে চেয়ে দাঁড়িয়ে আছি,
মন বলছে তোর হরিনির মত চোখ
   আমাকে খুজে ফিরছে দিবানিশী।


ঠিক এই মুহুর্তে মনে পড়ছে-
   সেই ফেলে আসা দিনগুলোর কথা,
তোর সেই উষ্ণ হাতের ছোঁয়া
  মধুর কথা মন ছুঁয়েছিল আমার।


একদিন অপরাহ্নে ফুল কাননে-
ভালবেসে কপোলে চুম্বন দিয়েছিলে,
সেই দিনের কথা মনে করেই তোরে
    খুজতে থাকি অনাদিকাল।


সেদিন তুমি সকল নারী সত্তাকে-
আমার মনের কোনে লুকিয়ে দিলে,
আর সেই হতে শিরা উপশিরায়-
তোর আবেগের রক্ত প্রবাহিত হতে লাগল।


তোকে পাওয়ার জন্য হিমালয় অতিক্রম করব-
তার পড়েও ছোঁয়া না পাই তবে
তোর হেটে যাওয়া পথ ধরে
হাটতে থাকিব তোর দেয়া গোলাপ ফুল নিয়ে।