পথের শেষ কোথায়?
     এম এ সালাম
      ২৪-০৬-১৯


যখন একাকী হাটি আর হাটি-
     মনের মাঝে নানা প্রশ্ন,
দোল খায় কদমে কদমে
      উত্তর খোজার চেষ্টা করি।


কত রাশি রাশি উত্তর-
    সংগত আর অসংগতের,
বেড়াজালে আটকে যাই
     করার কিছুই থাকে না।


হাটি আর হাটি প্রশ্নের অবসান-
     কোথায় সেটাই ভাবছি,
ক্লান্ত হলেও প্রশ্নেরা স্ববল
     ফাক পেলেই বেড়িয়ে আসে।


ওই যে কখন হাটা শুরু করছি-
     শুধু হাটতেই আছি,
গন্তব্যে এখনও অনেক দূরে
     আর বোধ হয় হয়ে উঠবে না।


চুল দাড়ী পেকে সাদা হয়েছে-
    প্রশ্নেরা এখনও নবীন,
ঐ যে আশার আলো দেখছি
     কিন্তু সব আশাই ফাকিবাজি।