পৌষের মেঘের ডাক
     এম এ সালাম
      ০৩-০১-২০


পৌষে যদি মেঘ ডাকে-
    বৃষ্টি হয়গো যদি,
ঘরে বসে আষাঢ়ের গল্প
     বলবো নিরবধি।


পৌষের শীতে লেপ মুড়িয়ে-
    ঘুমের মধ্য ছিলাম,
রাত্র তিনটায় মেঘের শব্দ
     হঠাৎ কানে পেলাম।


বৌ বলে তুমি উঠনা কেন?
    আকাশ মেঘে কালো,
মেঘ ডাকার শব্দ শুনে যে
     লাগে না মোর ভাল।


মোটা ধানের পালা আঙিনায়-
     বৃষ্টি ফোটা ফোটা পড়ে,
শোনো,পালাটা একটু ঢাকনা
      ধান্য ভিজে যাবে ওরে।


পাগলা হাওয়া ছুটে চলছে-
    একে তো পৌষের শীত,
কাজের লোকে দাওয়ায় বসে
    গাইছে মনের সুখে গীত।