প্রেম বিরহের জ্বালা
   এম,এ,সালাম
    ১২-০১-২১
-----------------------------------
ভুলতে পারিনি আজও সেই বিরহের দিন,
সেদিন মন পুড়ে ছাই হলো দেহের ইঞ্জিন।
পুড়ে পুড়ে ছাড়খার হল তবু ছিল না জ্বালা
শূন্য হৃদয় আর কখনো হইবে না যে ভালা।
দুঃখ  তুমি দিতে  চাওনি তবুও মনে কষ্ট
যত  দুঃখই দেওনা তুমি হব না এ পথভ্রষ্ট।
তোমার মন চায় শুধু আমায় ভালোবাসতে
গলার মালা বানিয়ে তুমি মনানন্দে হাসতে।
এ দেহ মন উজাড় করে বিলিয়ে দিতে চাও
ভালবাসা বিলিয়ে দিব যদি দূরে সরে যাও।
তোমার  সংস্পর্শে এসে  সর্বাঙ্গ ভেজাতে  চাই
তোমাকে পাওয়ার জন্য মন করে খাই খাই।
আমার কথার মানে তুমি বুঝতে চাওনি সেদিন
বুঝবে  মনের কথা ধরায়  রইবো না যেদিন।
যেদিন  ভুল বুঝে চলে গেলে আমার থেকে?
সেদিন থেকে আমার ভাঙা মন নেই যে সুখে।
চোখের জলে ভাসিয়েছি  আমার সারা অঙ্গ,
ভালবাসার ফাঁদ পেতে তুমি কেন কর রঙ্গ।
একবারও কি  পিছু ফিরে দেখলে না আমায়
হৃদয় তোমার কঠিন পাথর ছিল না জানায়।
মরুভূমির তপ্ত দুপুরে উত্তপ্ত বালুকার মতো।
তোমার যাওয়ার সেইক্ষণ আজ মন করে ক্ষত।
বলতে পারিনি ভুলোনা আমায় শুধু ভালোবাসি
কি নিষ্ঠুর তুমি,একবারও পিছু ফিরে না আসি,
আমি পুড়ে হলাম আঙ্গার কয়লার  মত ছাঁই
তবুও তুমি ভালবাসাকে বিসর্জন দিয়ে বল বাই বাই।