যার তার কাছে প্রেমের প্রস্তাব-
     জ্ঞানীরা দিতে পারে না,
অপাত্রে মধু রেখে সুজন বন্ধুরা
      কেউ খেতে পারে না।


অন্ধের কাছে কেউ বল যদি -
    হাইকোর্টের অপ-বর্ননার কথা,
সহজেই সে বুঝে নিবে হাইকোর্ট
     মনে হয় এমনই হয় যথা।


প্রেম বিলাতে চাও যদি কেউ-
     বন্ধু, জ্ঞানীর কাছে বিলাও,
নচেৎ কিন্তু সমাজের কাছে
      তুমি হয়ে যাবে রে ভিলা।


নিরক্ষর কখনো বুঝতে পারে না-
     শিক্ষার মান-সম্মানের কথা,
মূল্যায়নের পরিবর্তে জ্ঞানীদের
     অবমূল্যায়ন করে যথাতথা।


প্রেম করেনি যে বুঝবে কি কখনো?
      সে প্রেমের মূল্য নাহি জানে,
তার কাছে প্রেমের গুনগান
      গাও যদি গীতিকার তানে।


মন চিনে নিয়ে ভাই মন কিনিও-
    নচেৎ মন বিকিও না,
গচ্ছিত সু-মনটা যদি বিলিয়ে দেও
    সে প্রেমের মূল্য দিবে না।