প্রেম পাল্টে গেছে
  এম,এ,সালাম
   ২৫-০৭-২১
==========================
প্রযুক্তির যুগে পাল্টে গেছে প্রেমের নিয়ম কানুন
অতীতে যেটা চলছিলো আজ তাহা নতুন ভাবে জানুন।
বয়সে কত রকম প্রেমের সংজ্ঞা  শুনে হলাম বড়?
এখন ডিজিটাল প্রেমের ভিত্তি সব হচ্ছে নড়
বড়।
রাধা কৃষ্ণের প্রেমের আখ্যান হয়ে আছে প্রেম গাঁথা
লাইলি মজনু শিরি-ফরাদের প্রেমে ছিলো কত ব্যথা?
সব প্রেমেই নিষেধাজ্ঞা ছিল বড়দের কাছ থেকে
প্রেমিক প্রেমিকা প্রেম করতো লজ্জা শরমে রেখে।
রাখাল বন্ধু প্রেম করতেন তার সুরেলা বাঁশির সুরে
বাঁশির সুরেতে পাগল প্রেমিকা থাকতে পারতেন না ঘরে।
আমাদের সময় প্রেম হতো বাবা-মাকে গোপনে লুকিয়ে
পাতার ভাঁজে প্রেমের চিঠি রেখে দেওয়া হতো ঢুকিয়ে।
প্রেম করাটা গুনাহের কাজ তখন এটাই ছিলো আইন,
ধরা পড়লে দুজনাকেই দিতে বেতের বারির ফাইন।
আজকের দিনের প্রেমিক প্রেমিকা বাবা-মাকে সামান্য কেয়ার করে
প্রেমের কথা আবেগ ভরে সোস্যাল মিডিয়ায় শেয়ার করে।
প্রেমিকযুগল আজ কঠোরমনা বিগত দিনের অত্যাচারে
অতীত দিনের লাঞ্চনার প্রতিশোধ নিচ্ছে বুঝি এমন করে।
তথ্য প্রযুক্তির এই নতুন প্রেমের আজ নিত্য আপডেট হচ্ছে
গুরুত্ব যদি না দেও তবে কপালে করুন পরিণতি নাচ্ছে।
গভীর রাতে যদি তুমি প্রবেশ করো নেটের দুনিয়ায়,
কতটা ব্যবধান  বুঝতে পারবে সেসম এসম প্রেমের পরিচয়।