প্রেম স্মৃতির অন্তরালে
        এম,এ,সালাম
         ২২-০৩-১৮
চিনিনা,জানিনা দেখিনি কোনদিন-
     তবু কেন হয় বন্ধনের যাদু,
মুখের ভাষা মিটাতে পারে
      মনের অতৃপ্তি জমানো মধু।


হায়রে একে বলে কেমন বন্ধন-
    সংযোগ বিচ্ছিন্ন হলে কেন?
বুকের মাঝে উরু উরু ব্যাথা
   কি ভাবে ঠিক রাখিব এই মন ও।


তোমাকে নিয়ে যখন ভাবি আমি-
     স্মৃতি থেকে সরে যায় সব কিছু,
অবুঝ মন পিছু হঠতে চায় না
    ভেবে দিন-রাত কেটে যাক  কিছু।


তোমার সাথে মিলে মিশে আমি-
     ভবি জীবন বাঁচিতে চাই,
কত বিপত্তি আসে বারে বারে
     তবুও মন তোকে ছাড়ে নাই।


আমার সব অনুভতি ঠাই পায়-
   তোমার স্মৃতির মাঝখানে,
মন বলে তুমি প্রজাপতি হয়ে
   আসবে আমার ফুল  বাগানে।