প্রেমের বিষে
       এম,এ,সালাম
         ১৯-০৪-১৮


আমি অপলকে চেয়ে আছি তোর জন্য-
তৃষ্ণার্ত মনটা ঠান্ডা করে হব ধন্য।
কতদিনের মনোকষ্ট প্রকাশের নয়-
তুমি যদি না আস জীবন মান ক্ষয়।
আয়নায় দেখি যখন তোমার মুখ-
মন চায় তোকে নিয়ে করি কত সুখ।
ধনী বলেই ছলনা কর না গো তুমি-
হৃদয় দিয়ে ভালবাসি শুধুই আমি।


ওগো তুমি কি ভুলে গেছো প্রেমের বিষে?
মরিয়া যদি যাই তবে সবই মিছে।
ভুল বুঝ না গো তুমি আমার কথায়-
তুমি যদি ডাকই  তবে যাব সেথায়।
মনের মত কথা বলি দু'জনে মিলে-
সব যাতনা দূর করিব ধুয়ে মুছে।


      ( বিরহ ভরা সনেট কাব্য)
রচনার সময়ঃ ১৭-০৪-১৮
               রাত্রঃ- ১১.০০