প্রেমের মূল্য (১৭৭৯)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৬-০৫-২২
===============
যে জন প্রেমের ভাব জানে না
শুধু কষ্ট দেয় রে মনে,
তাকে নিয়েই শুধু চিন্তা চেতনা
ভাবি যে ক্ষণে ক্ষনে।


তার জোৎস্না ছোঁয়া সুর ছবিটা
মনে এঁকে গেঁথে রাখি,
সে যে আমার নয়নের মণি
প্রেমটা যে স্বপ্নে মাখি।


নিষ্ঠুর প্রেমিক দূরেই থাকে
দেখতে পাই না তারে,
দু'চোখ  তারে খুঁজে বেড়ায়
আমি ভালোবাসি যারে।


ভেবে দেখিছি জীবন আমার
চলছে বন্ধুর পথে,
কাঁটা গেঁথে যত রক্ত ঝরুক
থাকবো আমার মতে।


রেখো অবহেলা আর অনাদরে
সে যতই রাখুক দূরে,
আমার প্রেমের সু-মূল্য খানি
দেবো কাব্য সুরে।