প্রয়োজন অপ্রয়োজন
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৯-০১-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
নাকে মুখে যারা মাস্ক লাগায় তাদের চেনা যায়
অন্তরে যারা মাস্ক পরেছে তাদের চিনার কি উপায়?
দেখুন স্বার্থের টানে মানুষ ঘুরে নিজের সুখই চায়
প্রয়োজনটা হারিয়ে গেলে তাকে চিনা যে বড় দায়।
বিপদে যখন পরবে মানুষ পিছনে থেকে সরে পরে
সাহায্যের হাত বাড়ায় না বিপদে কঠিন ঘুর্ণিঝড়ে।
উপলব্ধিটা জাগ্রতা হয় তখন ছিলাম ঘুমে অচেতন
কার জন্য এত পরিশ্রম হয় নি তার মনের মতন।
প্রয়োজন পরে যখন ,আসে কাছে মুখে দিয়ে হাসি
মহৎ গুন আছে তাদের,তাকে কত যে ভালোবাসি।
অসুস্থতা নিয়ে ও পিছনে চলি, তাদের খুশীর জন্য
বাজার শেষে জীবন খাতায় ফলাফল যে শূন্যে।
ক্ষত বিক্ষত এই দেহখানা পদে পদে পায় ধোঁকা
প্রয়োজন ফুঁড়িয়ে গেলে, সাজায় আমায় বোকা।
ভাবতে বুঝতে সময় হলো অনেক বুঝি খুব দেরি
বিধায় আমায় পার করে দাও ডুবছে জীবনতরী।