অভিনব ভাবে হঠাৎ পড়ে যায়-
    একটি ষোড়শী মেয়ের প্রেমে,
রজনীগন্ধা ফুল দিয়ে প্রেমের প্রস্তাব পেয়ে,
    পাঠিয়ে দেয় চিঠি লিখে সাদা কাগজে।
এত যে ভালবাসা উভয়ের মাঝে-
     মন নিয়ে যায় কেড়ে,
ভালবাসার দৃশ্য পটে,
        সবই নজরে পড়ে।
মেয়ের বাবার টের পেয়ে যায়-
    গোপন প্রেমের কথা,
চোঁখে চোঁখে রাখে মেয়েরে,
    ছেলের সাথে করিতে না পারে দেখা।
বহুদিন মেয়ের খোজ মিলেনা-
   চিন্তায় ঘুম আসেনা ছেলের,
ইচ্ছে জাগে চিঠি দিয়ে ছেলে,
     তাহার সম্পর্কে জানার।
কোথায় পাব প্রেমের ডাক পিয়ন-
   যেন উভয় কেই চিনে,
সদা সঙ্গোপনে যাবে মেয়ের কাছে,
    প্রেমের চিঠি নিয়ে।
বিশ্বাস্থ সুত্রে জানিতে পারিললাম-
    একজন ডাক পিয়ন আছে,
যে সর্বদা চিনে ওই মেয়েকে,
   থাকে রুমের কাছে।
অভিনব করে ওই পিয়নেরে -
   বুঝিয়ে বলিল ছেলে,
চিঠি লিখে পাঠিয়ে দিল,
    ওই মেয়েরই কাছে।
মাঝে মাঝে চিঠি দিব ওই,-
    সোনার ময়নার কাছে,
ইশারা দিয়ে পৌছে দিবে,
     কেঊ না যেন জানে।
চিঠির মজা পেয়ে মেয়ে-
    ফিরতি চিঠি দেয়,
মেয়ের চিঠি নিয়ে পিয়ন,
    ছেলের কাছে আয়।
পিয়নের নাম আইউব আলী-
   ভাই বলিয়া ডাকে,
চিঠি গুলি পাঠিয়ে দেয়,
    সময় বুঝে ফাকে ফাকে।।