প্রবাস জীবন কত কষ্টের
    এম এ সালাম
     ১৯-১২-১৯


অনেক কষ্টে ছেলেকে পাঠায়-
    কত অর্থ খরচ করে,
জীবন গড়বে সুখের তরে
    প্রবাসের পথ ধরে।


আমার ছাত্র আলামিন ও-
     বেছে নিল ওই পথ,
প্রবাস জীবন কত কষ্টের
   আমার লিখা পড়া দেখ।


মহানন্দে এয়ারযানে চড়ে-
    বিদেশে পা রাখে,
কয়েক মাস জীবন কাটলো
    আলামিনের মহাসুখে।


খুব সকাল  কাজে যেতে হয়-
    সন্ধা সাতটায় ফিরে,
দুপুরের খাবারে বিরতি নেই
     যে যার মত সারে।


বাসায় এসে  রাতের খাবার-
    পাক করিয়া খায়,
সকাল বেলা যাবার আগে
     ঐ খাবার খেয়ে যায়।


এমনি করে প্রবাস জীবন-
    বছর দুয়েক চলে,
কষ্ট শুনিয়া আলামিনের মায়
    দেশে আসতে বলে।