প্রদীপ বিনে যাই কেমনে
        এম,এ,সালাম
         ১৬- ১০-১৯


আঁধার রাতে খুজতে গিয়ে-
     হারিয়ে গিয়েছিলাম,
কুপির আলো নিভে গিয়ে
     পথ হারিয়েছিলাম।


ভাবনা বিহনে মেধার ধ্যানে-
    হতাশায় পড়ে যাই,
প্রদীপ বিহনে যাই যে কেমনে
    তোমার নীরে ভাই।


আশা নিয়েই বের হয়েছি-
     তোমায় পাব বলে,
শ্বাস নিঃশ্বাসে শুধু তোমাকে
     আপণ করিব বলে।


কোথা হতে হাওয়া এসে-
    নিভিয়ে দিল বাঁতি,
কেমন করে এই আঁধারে
    একলা দাঁড়িয়ে থাকি।


উদয় করে দেওনা তুমি-
    গোধুলীর ঝলমলে আলোটা,
নচেৎ কিন্তু এই মুহুর্তে
     আমার বাজবে বারোটা।


লোভে পড়ে সব হারালাম-
  পাপে জড়িয়ে গেলাম,
এই আধারে সম্মান নিয়ে
   নিজেকে বিকিয়ে দিলাম।