শুন্যে ঘরে আমাকে একা রেখে-
     নিশার কালে চলে যাবে,
যদি পার একটি প্রদীপ জ্বেলে দিও,
    অমানিশার রাতটি সুখে কাটবে।
হৃদয়টি মোর আছন্ন রয়েই যাবে-
    অমানিশার কাল ছায়ায়,
প্রদীপের আলোয় কেটে যাবে,
    মনের সকল গড়লতা।
কত দিন ধরে ঘর খানা যে-
    তোমার রুপে আলোকিত ছিল,
তুমি বিহনে ঘর খানা মোর,
     অন্ধকারে ছেয়েই গেল।
যাবেই যদি জ্বেলে দিয়ে যাও-
     আমার মনের বাঁতিটা,
ফুলে ফলে ভরে যাবে
    মনের রঙিন আঙিনাটা।
তুমি বিহনে এ জীবন টা-
    এক প্রকার অর্থহীন হবে,
প্রদীপ জ্বেলে দিয়ো গো,
     আমার বদনের দিকে চেয়ে।
শুন্যে ঘরে প্রদীপের আলো-
     যদি মিটমিটিয়ে জ্বলে,
দূর পথিকেরা দৃষ্টি মেলে,
     ফাকে ফাকে উকি দিয়ে দেখে।
শেষ বিকেলে নদীর তীরে-
    একাকী দাঁড়িয়ে ছিলাম যখন,
সূর্যটা ডুবু-ডুবু ভাব পানির নিচে,
   আমাকে চেয়ে দেখেছিল তখন।